গুপ্তচর ডেস্ক:
নানা অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের অভিযোগে শিবপুরের সাব রেজিস্টার মো: মিজহারুল ইসলামকে সাময়িক বহিষ্কার(ওএসডি)করা হয়েছে।তার বিরুদ্ধে হয়েছে বিভাগীয় মামলা ০৪/২০২৩।
জানা যায়,৪১ দিন অননুমোদিত ভাবে অফিসে উপস্থিত না থাকা,দলিল প্রতি ২৫০০ থেকে ৩৫০০ টাকা অতিরিক্ত অর্থ আদায় করতেন ওই সাব রেজিস্টার।তাছাড়া বড় দলিল হলে মোটা অংকের ঘুষ দাবি করতেন তিনি।তার মন মত ঘুষ না দিলে অফিসের সহকারি দিয়ে দলিল আটকে রাখতেন।দলিল লেখকদের বাধ্য করতেন তার মন মত ঘুষ দেওয়ার জন্য।এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।তার মন মতো নিয়ম দিয়ে চালাতেন অফিস।তার ব্যতিক্রম ঘটলেই মানুষের সাথে করতেন দুর্ব্যবহার।তার বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক তদন্তের জন্য তাকে তার দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের জন্য যেসব সরকারি কর্মকর্তারা বেপরোয়া তাদের বিরুদ্ধে সোচ্চার হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শিবপুরবাসীর।
Leave a Reply