গুপ্তচর ডেস্ক :
গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই চূড়ান্ত বিজয় আসবে বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। আজ ১৬ অক্টোবর ( বুধবার) নজরপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন,
৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ফলে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল চূড়ান্ত বিজয় আসবে।আওয়ামী লীগ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে জুলুম, নির্যাতন ও হাজার কুটি টাকা বিদেশ পাচার করেছে। দৈনিক পত্র-পত্রিকায় তাদের অপকর্ম প্রতিদিনই নিউজ এর শিরোনাম হচ্ছে।
আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছিল। তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছিল, আজ তারা কোথায়? আল্লাহর মাইর দুনিয়ার বাইর। এ সময় তিনি আরো বলেন, যে নেত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেলে চলে যায় তার জন্য মায়া কান্না না করে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ুন। ইতিমধ্যে ১০ বছর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে। কিন্তু গণহত্যাকারী দলকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। নরসিংদী সদর ১ আসন থেকে আগামী দিনে এমপি হতে পারলে আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করব ইনশাল্লাহ।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন নজরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেনের বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাত মোল্লা, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল মুন্না, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply