মো:আলম মৃধা চিফ রিপোর্টার:
গাজীপুরে ছয় তলা বিশিষ্ট আবাসিক ভবনের নিচতলায় অবৈধ এলপিজি গ্যাস সিলিন্ডারের বিশাল গোডাউনের সন্ধান মিলেছে।ণির্মানাধীন ওই ষষ্ঠ তলা বিশিষ্ট ভবনের দোতলা ও তিন তলায় রয়েছে পরিবারের বসবাস।আর অবৈধভাবে নিচ তলায় বিশাল এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউন করেছে জলিল হাজী নামের এক ব্যক্তি।এই ব্যক্তির বাড়ি জয়দেবপুরে।তিনি দীর্ঘ প্রায় দুই বছর ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে কাশেমপুর বাগবাড়ি নামক স্থানে গনি মিয়ার মেয়ে জহিরন বেগমের বাড়িতে অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।তার এই অবৈধ ব্যবসার সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় এক কথিত রিপোর্টার আশিক।প্রতিদিন এখান থেকে শতশত সিলিন্ডার গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় গ্যাস সাপ্লাই দিচ্ছে।কোন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার না থাকায় যেকোন সময় এখানে ঘটতে পারে বিস্ফোরক।এতে বহুতল ভবন ধ্বংস সহ হতে পারে বড় ধরনের প্রাণহানি।এলাকাটি আবাসিক হওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ এই গোডাউনটি।
এ বিষয়ে মোবাইলে জলিল হাজির সাথে কথা বললে,তিনি প্রথমে বলেন আমার গোডাউনের কাগজপত্র সবকিছুই আছে।পরবর্তীতে তাকে হোয়াটসঅ্যাপে এগুলি পাঠাতে বললে,তিনি আশিক নামক এক কথিত রিপোর্টারের সাথে কথা বলতে বলেন।
তার কিছুক্ষণ পরই কথিত সেই রিপোর্টার আশিক ফোন দিয়ে জানান,বাংলাদেশে তো অনেক কিছুই অবৈধভাবে চলছে,আপনি গ্যাসের পিছে লাগলেন কেন?আপনাকে একটা সম্মানী পাঠাই একটা নাম্বার দেন।পরবর্তীতে নাম্বার না দিলে সে বলে, আপনি রিপোর্ট করে কি করতে পারবেন করেন।
এ বিষয়ে মোবাইলে কথা হয় গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সাথে।তিনি বলেন,আপনি ঠিকানা দেন আমি অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করব।ঝুঁকিপূর্ণ অবৈধ এই গোডাউন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গাজীপুরের সচেতন মহলের।
Leave a Reply