গুপ্তচর ডেস্ক:
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের অভিযানে তিন ভুয়া পুলিশ আটক হওয়ার তথ্য পাওয়া গেছে।শিবপুর পৌরসভা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,২১ অক্টোবর শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়,জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে ,এস আই মোঃ কামরুজ্জামান খান এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক,আইডি কার্ড,ব্যাগ,হ্যান্ড কাপ ইত্যাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ১/আরিফুল ইসলাম (২৫) পিতা রমিজ উদ্দিন সাং বাঘাব ২/মোঃ দুলাল মিয়া(৩৫) পিতা আব্বাস আলী সাং নগর ৩/ মোঃ স্বাধীন (৩০) পিতা মোসলেউদ্দীন সাং কামরাব সর্ব থানা শিবপুর জেলা নরসিংদী।
অভিযানের সময় পালিয়ে যান, মাকসুদুল @ পাখি(৩৫) পিতা মোঃ ফালু মিয়া সাং ধানুয়া, মোঃ সোহাগ(৩২) পিতা মৃত জালাল উদ্দীন সাং ধানুয়া সর্ব থানা শিবপুর জেলা নরসিংদী।পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে মামলার বাদী এসআই মো:কামরুজ্জামান মোবাইলে জানান,উক্ত ঘটনায় মামলা রুজু হয়েছে,গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে,পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply