গুপ্তচর ডেস্ক:
সামান্য একটি তুচ্ছ ঘটনায় ফুটফুটে পাঁচ বছরের এক কন্যা সন্তানকে শ্বাস রুদ্ধ করে নিশংসভাবে হত্যা করেছে এক ঘাতক।বিগত ১৪/১০/২৩ ইং রোজ শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় নরসিংদী থানাধীন পূর্ব দত্তপাড়া আদিলের ভাড়া বাসা থেকে খেলার ছলে ৫ বছরের কন্যা শিশু জান্নাত, পিতা মাইন উদ্দিন, সাং বাশগারি, থানা – রায়পুরা , জেলা নরসিংদী , বর্তমান ঠিকানার আদিলের ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসে নাই।বাবা মা, ভাই বোনসহ পরিবারের সদস্যরা রাত দিন খোজাখোজি করেও তার সন্ধান পায় নাই। পরের দিন ১৫/১০/১৩ ইং বেলা ০১:৪৫ ঘটিকায় নিখোঁজ জান্নাতের লাশ পূর্ব দত্তপাড়াধীন গুদাম এলাকার জঙ্গলে গলায় তার পরনের গেনজি শক্তভাবে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার বিষয়ে মৃতার পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। মাননীয় পুলিশ সুপার নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে , নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক অপস শহীদুল ইসলাম, এস আই কামরুল ইসলাম, এ এস আই দীপক সরকার সহ একটি চৌকস দল তদন্তে নেমে ঘটনায় জড়িত মোহাম্মদ শুভ মিয়া (১৫) পিতা মোহাম্মদ জাকির মিয়া সাং বাশগারী,চাঁদের বাড়ি , থানা জেলা নরসিংদী , বর্তমানে পূর্ব দত্ত পাড়া, আদিলের বাড়ি ,থানা জেলা নরসিংদী কে লাশ উদ্ধারের পর পরই গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত শুভ মিয়া জান্নাতকে হত্যার কথা স্বীকার করে।
উক্ত শুভ মিয়াকে বিধি মোতাবেক অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে বিজ্ঞ আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এবং নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রাথমিক তদন্তে ও অভিযুক্ত শুভ মিয়ার প্রদত্ত জবানবন্দিতে প্রকাশ পায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জান্নাত কে হত্যা করা হয়। উক্ত শুভ মিয়া কে ফটকা বলে মন্তব্য করায় রাগের বশবর্তী হয়ে পরিত্যক্ত গোডাউনের ভিতরে একা পেয়ে মারধর করে ও স্বাসরোধ করে জান্নাতকে নির্মমভাবে হত্যা করা হয়।
নরসিংদী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকারী কে আটক ও মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়।এই ধরনের নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সচেতন মহল।
Leave a Reply