গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে আটকের তথ্য পাওয়া গেছে।নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কাশেম ভূঁইয়া একপ্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামীরা হল:
1) মোঃ বিল্লাল হোসাইন (২২), পিতা-বাচ্চু মিয়া, সাং-মাহমুদপুর, থানা-রায়পুরা,
2. শফিকুল ইসলাম(১৯), পিতা-সানা উল্লাহ, সাং-লেবুতলা জালপাড়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদী।
3. আরাফাত(১৯), পিতা-আতাউর রহমান, সাং-চকতাতারদী, থানা-মনোহরদী, সর্ব এ/পি- গাবতলী তিতাস রোড মকবুল মাস্টার এর বাড়ির ভাড়াটিয়া।
উক্ত আসামিদের নরসিংদী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ২৬/১০/২০২৩ ইং দিবাগত রাত ০১:৩০ ঘটিকার সময় গাবতলি এলাকায় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী গাবতলি মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসার শিক্ষক ও জেলা জামাতের কোষাধ্যক্ষ মকবুল হোসেনের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
আসামিদের ৩দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার যে কোন চেস্টা কঠোরভাবে দমন করা হবে বলে পুলিশ সুপার মহোদয় জানান।
১ নং আসামী বিল্লাল হোসেন গাবতলি জামেয়া কাশেমিয়ার সাবেক শিক্ষার্থী এবং শফিকুল ও আরাফাত বর্তমান শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের সাথী বলে জানা যায়। উক্ত মকবুল হোসেনের বাড়িটি জামাত শিবিরের ও নাশকতামূলক কাজের সাথে জড়িতদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয় বলে প্রকাশ পায়।উক্ত মকবুল ও তার অপরাপর সযগীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply