গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে পুলিশের অভিযানে ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ ছয়জনকে আটক করেছে নরসিংদী থানা পুলিশ (৩০ অক্টোবর) বিষয়টি এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
(ওসি) আবুল কাশেম ভূঁইয়া আরো জানান, নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫ – ডি এর তদন্তে প্রকাশিত মামলায়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ১) নরসিংদী জেলা হাফিজপুর উত্তর পাড়ার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২২) সভাপতি, ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ২) নরসিংদী জেলার শিবপুর থানা ঘাগটিয়া টানপাড়ার আব্দুল লতিফ এর ছেলে হিসাব উদ্দিন (১৯) সদস্য, ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ৩) নরসিংদী জেলা পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মাহাবুব হাসানের ছেলে মোহাম্মদ নাঈম হাসান (১৯) সদস্য, ইসলামী ছাত্র শিবির, গাবতলি জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ৪) নরসিংদী জেলা হাজিপুর মধ্যপাড়ার আলম হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৯) সদস্য, ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ৫) নরসিংদী জেলা হাজিপুর বড়পাড়ার আশরাফ উদ্দিন সরকারের ছেলে আব্দুল্লাহ সরকার (১৯) সদস্য, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ৬) নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাব এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ তানভীর হোসেন (১৯) সদস্য। ইসলামী ছাত্র শিবির। গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, বর্তমান সাং-গাবতলী কবরস্থানের পাশে আব্দুল বাতেন এর বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা-নরসিংদী।
নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় ৩০/১০/২০২৩ ইং দিবাগত দুপুর দুইটার দিকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্সসহ অভিযান পরিচলনা করে নরসিংদী সদরের গাবতলি, সংগিতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে উক্ত আসামীরা গোপনে সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
নাশকতার যে কোন অপচেষ্টা রুখে দেয়ার জন্য গোপনে তথ্য সংগ্রহে তীক্ষ্ণ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে নরসিংদী জেলার পুলিশ সুপার জানান।
Leave a Reply