গুপ্তচর ডেস্ক:
সারাদেশের মতো নরসিংদীতেও বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় ২৭শত মানুষের শরীরে শনাক্ত হয়েছে ডেঙ্গু। বর্তমানে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৭৫ ও নরসিংদী সদর হাসপাতালে ৩০ জন সহ জেলার সরকারি ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি রয়েছেন ১৩৮ জন ।
গত ২৪ ঘন্টায় জেলায় সরকারি ও বেসরকারী হাসপাতালে মোট ৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ও এবং সুস্থ হয়েছেন ৪৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়িছে ২। গত ১৭ জুলাই পুষ্প রানী সাহা (৭১) নামে এক বৃদ্ধা ও গত ২৫ সেপ্টেম্বর জিহাদ (৮) নামে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ জেলা বিভিন্ন হাসপাতাল গুলোতে শয্যা সংকটের কারণে রোগীরা বারান্দা ও মেজেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে।
Leave a Reply