গুপ্তচর ডেস্ক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা।এ সময় ইট পাটকেল এর আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়।এই ঘটনায় রায়পুরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৬০ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশে যোগদান করতে সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে শত শত নেতাকর্মী নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হন।কিন্তু পুলিশ এসে তাদের ঢাকা যাওয়ার পথে বাধা সৃষ্টি করে।ফলে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা কর্মীরা ট্রেন ও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা।
তাদের ইট পাট কেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন।আহতরা হলেন,কনস্টেবল মশিউর রহমান,এসআই জয় বনিক,এস আই নাজমুল।এ সময় ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড শর্ট গানের গুলি ছুরে ।
ঘটনাস্থল থেকে রায়পুরা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নরসিংদী রেলওয়ে স্টেশনে বর্তমানে মোতায়ন রয়েছে অতিরিক্ত পুলিশ।এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।জনমনে আতঙ্ক।
Leave a Reply