গুপ্তচর ডেস্ক:
নরসিংদী সদরে বজ্রপাতে নিহত ও আহত অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়েছে।আজ ২৬ মে (রবিবার)দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এই নগদ অর্থ (চেক) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন,নরসিংদী সদর উপজেলার পিআইও মনিরুল ইসলাম (শোভন)আলোক বালীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ নরসিংদী জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
গত ১৮ মে তারিখে নরসিংদী সদর উপজেলায় বজ্রপাতে ০৪ (চার) জন নিহত ও ০৩ (তিন) জন আহত হয়। নিহত ও আহত ব্যক্তির অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়।এই সময় নিহত শরিফা বেগমের (৪৮), স্বামী:ও নিহত ইমন মিয়ার(১২) পিতা কামাল মিয়া, গ্রাম: আলোকবালী উত্তরপাড়া ৪০ হাজার টাকার চেক,নিহত কাইয়ুম মিয়া (২৫), পিতা: হাতেম, গ্রাম: আলোকবালী উত্তরপাড়া,২০ হাজার টাকার চেক,নিহত মোসলেই উদ্দিন (৫০), পিতামৃত: নেয়ামত উল্লাহ,গ্রাম:চরহাজীপুর ২০ হাজার টাকার চেক,আহত কামাল মিয়া (৫৫), পিতা: আ: ছাত্তার, গ্রাম: আলোকবালী উত্তরপাড়া,১০ হাজার টাকার চেক,আহত লিয়াকত আলী (২৬), পিতা: করম আলী,গ্রাম:আলোকবালী উত্তরপাড়া,১০ হাজার টাকার চেক,আহত আলামিন (কেরামত) (৩০), পিতা: ইদ্রিস আলী গ্রাম: আলোকবালী উত্তরপাড়া,১০ হাজার টাকার সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নরসিংদী সদর উপজেলা প্রশাসন এই নগদ অর্থ (চেক) বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে।
Leave a Reply