সম্পাদকীয়:
যে সব খাদ্য ও পানীয় সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং জ্ঞান বুদ্ধি লোপ করে তাদের আমরা মাদকদ্রব্য বলি।তাছাড়া বিভিন্ন ওষুধ যাতে মাদকদ্রব্যের কিছু অংশ আছে যা ব্যবহার করলে আসক্তি সৃষ্টি হয় ওইসব মাদক বা ওষুধ ব্যবহার হলো মাদকাসক্তি ।
তরুণরা হলো দেশের প্রাণ ও ভবিষ্যৎ।কিন্তু
বর্তমানে তরুণ সমাজের একটি বৃহৎ অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে।বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার দেখা যায়।তবে সবচেয়ে জনপ্রিয় মাদক হল মদ,গাঁজা,ফেনসিডিল এবং ইয়াবা।তরুণ সমাজকে ধ্বংস করছে ইয়াবা।
হতাশা ,অপ্রাপ্তি, অপূর্ণতা থেকে তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে একথা পুরোপুরি সত্য নয়।তাহলে বাংলাদেশের সবাই মাদকাসক্ত হয়ে যেত।অসৎ সঙ্গের সাথে চলাফেরা ,মাদকের সহজলভ্যতা,দেখাদেখি বন্ধুদের সাথে এক দুইবার মাদক গ্রহণ করা এসব কারণেই বাড়ছে মাদকাসক্তি।
আর এই মাদকাসক্ত তরুণ সমাজ মাদকের টাকা সংগ্রহ করতে খুন, ছিনতাই,চুরি ডাকাতি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাদকাসক্তের মধ্যে ৮০% তরুণ সমাজ।
একটি উন্নত, সমৃদ্ধ দেশ গঠন করতে হলে তরুণদের এই মাদকের ছোবল থেকে বাঁচাতে হবে।কেউ একবার চূড়ান্তভাবে মাদকে আসক্তি হয়ে গেলে তাকে সেখান থেকে ফেরানো খুবই কঠিন।
তাই সবার আগে সৃষ্টি করতে হবে মাদকবিরোধী সচেতনতা।পরিবার ,সমাজ এবং রাষ্ট্রকে এ বিষয়ে কঠিন এবং সচেতন হতে হবে।তবেই বাংলার তরুণরা মুক্তি পাবে মাদকের হাত থেকে।
Leave a Reply