গুপ্তচর ডেস্ক:
মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব।কারণ তাদের বিবেক ,মনুষ্যত্ব এবংতীক্ষ্ণ বুদ্ধি দ্বারা সৃষ্টি করা হয়েছে।কিন্তু সেই মানুষের মধ্যে কেউ কেউ নিজের কর্মকাণ্ড দিয়ে পশুকেও ছাড়িয়ে যায়।
এমনই এক ঘটনা ঘটেছে বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামে।17 বছরেরএক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন করেছে ৬০ বছরের এক বৃদ্ধ।উক্ত ঘটনা আড়াই লক্ষ টাকায় আপস মীমাংসা হলে সেই টাকা প্রভাবশালীরা ভাগ ভাটোয়ারা করে খেয়ে ফেলে।ফলে বাধ্য হয়ে ওই প্রতিবন্ধীর বাবা ৩ তারিখ থানায় মামলা দায়ের করেন।
জানা যায়,ধুকুন্দি (চিপাঘাটের)গ্রামের জাকির হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে উর্মি আক্তার জিনিয়া( 17)কে ২৭ সেপ্টেম্বর একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে কাসেম(৬০)জোরপূর্বক ধর্ষন করে।জাকির হোসেনের বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিন পূর্বে জিন্নাত হোসেনের বালুভরা জায়গার উপর থেকে কাশফুল আনতে যায় তার মেয়ে।তখন সে ধর্ষনের শিকার হয়।ধর্ষণের শিকার হওয়ার পর তার ডাক চিৎকারে মানুষ এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষনকারী কাসেম মিয়া।উক্ত ঘটনায় স্থানীয় সাবেক মেম্বারদের এবং প্রভাবশালীদের উপস্থিতিতে রাত্রে একটি সালিশ দরবার বসে।সেখানে আড়াই লক্ষ টাকায় আপস মীমাংসার কথা হয়।কিন্তু পরের দিন টাকা দেওয়ার নাম নেই।দরবারে উপস্থিত একটি পক্ষ অবস্থান নেয় আসামির পক্ষে
।ফলে বেস্তে যায় আপস মীমাংসা।
বাদীপক্ষ অসহায় এবংপড়াশোনা না জানায় ,করা হয় ধর্ষন চেষ্টা মামলা।কিন্তু একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ধর্ষনের শিকার হয়েছেন ওই বুদ্ধি প্রতিবন্ধী তরণী।
ঘটনাটি সঠিক তদন্ত করে শুধু ধর্ষণকারীর বিরুদ্ধে না ,যারা এই টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধেও কঠোর হবে বেলাব থানা পুলিশ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
Leave a Reply