গুপ্তচর ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। নিহত ও আহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। কারও বিচ্ছিন্ন হয়ে গেছে হাত-পা। আবার কেউ কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণায়। আহতদের নেয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে ভৈরব রেল ক্রসিং এর আগে জগন্নাথপুরে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ। এ যেন লাশের মিছিল। আর আহত হয়েছেন প্রায় শতাধিক।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব জংশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন এগারো সিন্দুর এক্সপ্রেসের শেষ তিনটি বগিতে সজোড়ে ধাক্কা দেয় চট্টগ্রামগামী কন্টেইনারবাহী আরেকটি ট্রেন। এতে দুমড়ে-মুচড়ে যায় এগারো সিন্দুর ট্রেনের পিছনের সাড়ি দুই বগি। এ সময় চাপা পড়েন অনেক যাত্রী। শুরুতেই তাদের উদ্ধারে চেষ্টা করেন স্টেশনে থাকা অপেক্ষামান যাত্রী ও স্হানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। একে একে উদ্ধার করে আনা হয় বেশ কয়েকটি মরদেহ। গুরুতর আহত অনেককে নেয়া হয় বিভিন্ন হাসপাতালে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।নিহতদের স্বজনদের কাছে তিনি পঞ্চাশ হাজার করে আর্থিক সহযোগিতা দিয়েছেন বলে জানা যায়।
কন্টেইনার বাহি ট্রেনটি সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র জানায়।
এ বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।একটি তদন্ত কমিটিকে তিন কর্ম দিবসের ভিতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এবং অন্য তদন্ত কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কন্টেইনার বাহি ট্রেনের চালকও সহকারী চালককে ইতিমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply