নিজস্ব প্রতিবেদক :
মনোহরদীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে বেলাবো এবং মনোহরদী থেকে হাজার হাজার নেতাকর্মী আজ ১৪ ডিসেম্বর(শনিবার) সকাল থেকে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে যোগ দিতে থাকে। মনোহরদী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই মিছিল শেষ হয়।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, বেলাবো মনোহরদীতে আমরা ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এবং রাজপথে সব কিছুর ফয়সালা হবে। জাতীয়তাবাদীর শক্তির পতাকা এই দেশে ওড়াতে চাই। বাংলাদেশকে আর কেউ রক্তচক্ষু দেখাতে পারবে না। আমরা এক নতুন বাংলাদেশ নির্মাণ করব। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিনে বাংলাদেশের মেধাবীদের নির্মমভাবে গুম -খুন করা হয় এ দেশকে পঙ্গু করার জন্য। এ সময় তিনি আরো বলেন,তারেক জিয়ার হাতকে শক্তিশালী করলে এদেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো, মাহমুদুল হক, যুগ্ম আহ্বায়ক সেন্টু আজমল ভুইঁয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান প্রমুখ।
Leave a Reply