গুপ্তচর ডেস্ক:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বনে যায় বিনয় দেবনাথ। একসময়ের মাত্র ১০ হাজার টাকার কর্মচারী আজ শত শত কোটি টাকার মালিক। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।
সূত্র জানায়, ছোট মাধবদীর মহল্লার রেবতী মোহন দেবনাথের ছেলে বিনয় দেবনাথ। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম আনন্দ ইয়ার্ন ট্রেডিং। মাত্র ১০ বছর আগে মাধবদী হক ট্রেডার্স ইদ্রিস মেম্বারের দোকানে সাধারণ কর্মচারী হিসেবে মাসিক বেতন ছিল ১০/১২ হাজার টাকা । কিন্তু সেখান থেকে চুরাই সুতার সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে ঢাকার এক ব্যবসায়ীর ৬ কোটি টাকা চুরি করে। প্রতারণার মামলায় এয়ারপোর্ট দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে, নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।তারপর মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীনের মদদে এবং পৃষ্ঠপোষকতায় পুনরায় চুরাই সুতা কেনাবেচায় জড়িত হয়ে কোটি কোটি টাকার মালিক বনে যায়। নামে বেনামে তার রয়েছে বিভিন্ন কলকারখানা,দোকান পাট এবং জমি। শুধু তাই নয় বিনয় এয়ারপোর্ট দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে ভারতে পাচার করে। ভারতেও রয়েছে তার একাধিক বাড়ি,হোটেল এবং সম্পদ। ইতিপূর্বে সে মাধবদী পৌর এলাকায় কাপড় ব্যবসায়ীদের কাছে কম দামি সুতা বেশি দামে বিক্রি করায় তার বিরুদ্ধে মাধবদীতে মিছিল হয়েছে।
আরো ভয়ংকর তথ্য হলো বিনয় দেবনাথ তার প্রতিষ্ঠানে এক অবসরপ্রাপ্ত পুলিশের এএসপি কে ম্যানেজারের দায়িত্ব দিয়ে মানুষের জমি দখল করে তাদের বিরুদ্ধেই হয়রানি মূলক নানা মিথ্যা মামলা দিত। পুলিশের এই এএসপির নাম চিত্তরঞ্জন পাল। বিনয়ের দূর সম্পর্কের আত্মীয় তিনি। এই পুলিশ অফিসার কে দিয়ে তার সকল অপকর্ম ম্যানেজ করত সে। নরসিংদী ও আশেপাশের জেলাগুলিতে মাদকের পেছনেও তার কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে জানায় সূত্রটি। ,,,,, চোখ রাখুন দ্বিতীয় পর্বে,,,,চলবে।
Leave a Reply