গুপ্তচর ডেস্ক:
শিবপুর উপজেলার ইটাখোলায় অবস্থিত ময়না বেকারীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদিত হচ্ছে। পাড়া মহল্লার দোকান থেকে শুরু করে নামী-দামি দোকানেও বিক্রি হচ্ছে এই বিস্কুট, কেক, পাউরুটি, মিষ্টি সিঙ্গারা ও সন্দেশসহ বাহারী মুখরোচক খাবার।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, একটি পরিত্যক্ত বাড়িতে চোরাই গ্যাস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অবস্থায় ময়না বেকারীতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের খাবার। স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে, ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে অবাধে তৈরি করা হচ্ছে বেকারী সামগ্রী। কারখানার ভেতরে যেখানে উৎপাদিত খাবার রাখা আছে সেখানেই নোংরা পরিবেশ। এর মধ্যে রয়েছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, কেমিক্যাল এবং একাধিক পাম ওয়েলের ড্রাম। এসব দিয়ে ভেজাল খাদ্য উৎপাদন করে জনস্বাস্থ্য হুমকির দিকে নিয়ে যাচ্ছে।
জনস্বার্থে এই ভেজাল খাদ্য উৎপাদনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শিবপুরবাসীর।
Leave a Reply