গুপ্তচর ডেস্ক:
গত ১২ জুন(বুধবার) শিবপুরে অবৈধ কুরবানী পশুর হাট বসান উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি রাখিল ভূঁইয়া।
শিবপুর চক্রদা ইউনিয়নের মজলিসপুর ফুলতলায় রাখিল সুপার মার্কেটের সামনে বসেছিল এই অবৈধ পশুর হাট।দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ এই হাট চালু করলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি তিনি।
দৈনিক গুপ্তচর এই অবৈধ হাটের বিরুদ্ধে রিপোর্ট করলে বিষয়টা নিয়ে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অবশেষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব বিষয়টা অবহিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।আজ ১৩জুন (বৃহস্পতিবার) অবৈধ সেই পশুর হাট বন্ধ করে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের এই সাহসী কর্মকান্ডে উপজেলা জুড়ে তিনি প্রশংসিত হচ্ছেন।পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন বৈধ ইজারাদাররা।শিবপুরে ভবিষ্যতেও তিনি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা শিবপুরবাসীর।
Leave a Reply