গুপ্তচর ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দেশব্যাপী হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম।আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।এই কার্যক্রমের অংশ হিসেবে শিবপুর ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ কার্যক্রম চলমান রয়েছে।পুলিশ সেবা সপ্তাহ ফেব্রুয়ারী- ২০২৪ পালন উপলক্ষ্যে ইটাখোলা হাইওয়ে থানার সেবামূলক কার্যক্রমে বিভিন্ন পরিবহনের মার্জিত চালকদের ফুলের শুভেচ্ছা , লিফলেট বিতরণ এবং হাইওয়ে পুলিশ সেবা ষ্টল চালুকরণ সহ হ্যালো এইচপি ক্যাম্পেইন,গণ সচেতনা মূলক মাইকিং, সড়ক পরিবহন আইন- ২০১৮ এর গুরুত্বপূর্ণ ধারা এবং জরিমানার পরিমাণ সম্পর্কে সেবা গ্রহীতাদের সেবা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ ফেব্রুয়ারি (শনিবার)সকাল থেকে পঞ্চম দিনে থ্রি হুইলার মালিক শ্রমিকদের সচেতনতামূলক প্রচারণা,স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সচেতনামূলক সভা,স্কাউট সদস্যদের নিয়ে রাস্তা পারাপারের প্রচারণা,ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা,সচেতনতামূলক মাইকিং,কমিউনিটি পুলিশিং সভা, হ্যালো এইচপি ক্যাম্পিং,এবং নাটক প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।এই কার্যক্রমে আজ ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাইওয়ে রিজওনের নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান চৌধুরী।
সচেতনতা মূলক লিফলেটে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা হল,আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,অতিরিক্ত গতি পরিহার করুন,লাইসেন্স ব্যতীত গাড়ি চালাবেন না,রেজিস্ট্রেশন বিহীন ফিটনেসবিহীন গাড়ি চালাবেন না,ট্রাক ও পিকআপ এর উপরে মাল ছাড়া যাত্রী উঠাবেন না,যত গতি তত ক্ষতি,গতি পরিহার করুন ইত্যাদি।
এ বিষয়ে ইটাখোলা থানা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: ইলিয়াস হোসেন বলেন,ইটাখোলা হাইওয়ে পুলিশের অধীনে ৩৫কিলোমিটার রাস্তা নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।ইতিমধ্যে এই সড়কে দুর্ঘটনা বহুলাংশে হ্রাস পেয়েছে।মানুষকে সচেতন করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply