মোঃ আলম মৃধা :
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ (২৪ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে, ২০২৩- ২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন মোহাম্মদ সাদেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।
শিবপুর উপজেলার ২ হাজর ৭শ কৃষকদের মাঝে ক্ষুদ্র ও প্রান্তিক উফশী আউশ ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
Leave a Reply