গুপ্তচর ডেস্ক:
শিবপুর উপজেলাধীন মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়ার পশ্চিম পাড়া এলাকায় হানিফ মাস্টারের ছেলে মোহীন কাজী (২৮)কে একই এলাকার নাসির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২), দেশীয় অস্ত্র (দা)দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা যায়।আজ শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়।
আজ সকালে মৃত মোহীন ও হত্যাকারী বেলায়েতের মাঝে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরবর্তীতে দুপুরবেলায় বেলায়েত মোহীনের নিজ বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
এ বিষয়ে নিহতের বাবা হানিফ মাস্টার বলেন,সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আমার ছেলেকে সে হত্যা করেছে।
নিহতের মা জানান,ছেলের চিৎকারের শব্দ শুনে আমি দৌড়ে আসি,আমি মনে করছি আমার নাতি বিদ্যুতের শর্ট লেগেছে।কিন্তু এসে দেখি বেলায়েতের হাতে রক্ত মাখা দা।সকালে একবার আমার ছেলেকে এসে মেরে গেছে সে।তারপর আবার এসে হত্যা করল।হত্যাকারীর সারা শরীরে রক্ত লেগেছিল।আমি তাকে বললাম এটা তুই কি করলি?দা নিয়ে আমার সামনে দিয়ে হেটে গেছে সে।
এ বিষয়ে শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ তালুকদারের বক্তব্য নিতে গেলে বরাবরের মতোই তিনি ফোন কেটে দেন।
Leave a Reply