 
							
							 
                    
গুপ্তচর প্রতিবেদক :
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাকে আটক করেছে।
সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবক দলের ওই আটক নেতার নাম আবিদ হাছান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চান। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে মারধর করেন। পরে থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন।
এ সময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে জজ মিয়া বলেন, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্য হুমকিও দেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে মামলা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়! সংবাদটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অবশেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি থেকে এই নেতাকে বহিষ্কার করা হয়। বিএনপি নেতা কর্মীদের এইরকম উশৃঙ্খল আচরণের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
Leave a Reply