গুপ্তচর ডেস্ক:
শত বছরের পুরাতন বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট।দেশীয় কাপড়ের সর্ববৃহৎ পাইকারি বাজার এটি।প্রায়ই এখানে ঘটে অগ্নিকাণ্ডের গঠনা।
আজ ২৯অক্টোবর রাত্রে এখানে আবারো ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা।আগুনের দাউদাউ করে পুড়ছে পাইকারি কাপড়ের বাজার।ইতিমধ্যে এখানে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়েছেন।কিন্তু আগুন কিছুতেই থামছে না।বাজারের সব দিকে ছড়িয়ে পড়ছে আগুন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।এখন পর্যন্ত আটটি কাপড়ের দোকান পুড়ে ছাই হওয়ার তথ্য পাওয়া গেছে।
নরসিংদী ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে সাতটি ইউনিট আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা।
এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির হবার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.