গুপ্তচর ডেস্ক:
ছুটি না নিয়েই উধাও হয়ে গেছেন শিবপুর সাব রেজিস্ট্রার মাহাবুব হোসেন।এদিকে সকাল থেকে দলিল করতে আসেন অনেক গ্রাহক।সাব রেজিস্ট্রারকে না পেয়ে চলে যান অনেকেই।কিন্তু তারপরও কিছু গ্রাহক দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থেকে যান।আজ ১৩জুন (বৃহস্পতিবার) সরকারি কর্ম দিবস থাকলেও অফিস না করে নিজের বাড়ি গোপালগঞ্জে চলে যান শিবপুরের সাব রেজিস্ট্রার মাহাবুব।
সরজমিন দুপুর ১২:৩০ মিনিটে অফিসে গিয়ে দেখা যায়,অফিসের সকল স্টাফরা আছেন,খোলা আছে সাব রেজিস্ট্রারের খাস কামরা,বাইরে অপেক্ষা করছে দলিল করতে গ্রাহকরা কিন্তু সাব রেজিস্ট্রার আছেন গোপালগঞ্জ।গ্রাহকদের বলা হয়েছে সাব রেজিস্ট্রার আছেন।খাস কামরার ভিডিও নিতে গেলে,সাব রেজিস্ট্রি অফিস সহায়ক কেশব নামের এক ব্যক্তি বাধা সৃষ্টি করে বলেন,আপনি কি অনুমতি নিয়েছেন,স্যার ছুটিতে আছেন ,একটু আগে দরখাস্ত অফিসে পৌঁছে দেওয়া হয়েছে।
সাব রেজিস্ট্রার কোথাও অফিস না করলে এক সপ্তাহ আগে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়।তিনি অফিস করবেন না সেই দরখাস্ত দুপুরে কেন যাবে যখন তিনি গোপালগঞ্জ ।কিন্তু সেইসবের কোন তোয়াক্কা করেননি তিনি।নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চালাচ্ছেন অফিস।তার এমন বিতর্কিত কর্মকান্ডে সরকার হারিয়েছে রাজস্ব হয়রানির শিকার হয়েছেন গ্রাহক।এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য।সে বিষয়ে চলছে অনুসন্ধান।অফিস সহায়ক কেশবও দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা।
এ বিষয়ে বক্তব্য নিতে সাব রেজিস্টার মো: মাহাবুব হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
নরসিংদী ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সরকার লুৎফর কবিরের মোবাইলে ফোন দিলে তিনি জানান,আমাকে বলেছিল ছুটি নিবে, দরখাস্তটা আমি এখনো পাইনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.