গুপ্তচর ডেস্ক:
নাগরিয়াকান্দি ব্রিজকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক মনোরম বিনোদন পার্ক।প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে এসে।বড় এবং ছোটদের জন্য রয়েছে অসংখ্য রাইডার,বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের খেলাধুলার জিনিস।খোলামেলা এবং নদীর সংলগ্ন হওয়ায় মানুষের কাছে সাড়া ফেলেছে এই বিনোদন কেন্দ্রটি।বর্তমানে নরসিংদী বিনোদনপ্রেমী মানুষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই জায়গাটি। প্রতিদিনই বাড়ছে নিত্যনতুন দোকান ও রাইডের সংখ্যা। সরকারি ছুটির দিনে দম ফেলা যায় না এখানে এসে।সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে থাকে মানুষের আনাগোনা। কখনো কখনো মানুষের চাপে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। কিন্তু এই বিনোদন কেন্দ্রের মধ্যে প্রতিদিনই ঘটছে ছোটখাটো মারামারি, অসামাজিক কর্মকান্ড, এমনকি রাত্রে হচ্ছে কেস ফিটিং। অর্থাৎ ছেলেমেয়েকে একসাথে দেখলে স্থানীয় প্রভাবশালী বখাটেরা কেস ফিটিং করছে।হাতে থাকা মোবাইল ফোন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। মান সম্মান এবং লোক লজ্জার ভয়ে অনেকেই এসব বিষয়ে মুখ খুলছেন না।আবার গোপন জায়গায় গিয়ে কেউ কেউ করছে অসামাজিক কর্মকান্ড।এখানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় যেকোন সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই বিনোদন কেন্দ্রকে আশ্রয় করে হতে পারে মাদকের বড় চোরা চালান ও অস্ত্রের লেনদেন। তাই এখানে প্রতিনিয়ত পুলিশ টহল বাড়ানো উচিত। পুরা এলাকাতেই সিসি ক্যামেরার আওতাভুক্ত করা উচিত।অন্যথায় এই বিনোদন কেন্দ্রটি নরসিংদী বাসীর জন্য হতে পারে একটি মরণ ফাঁদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.