নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, মামলার এন্ট্রিতে গড়িমসি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।
মাছুম ও খালেকের হামলা – মামলা নিচ্ছে না থানা
বাজনাব গ্রামের বাসিন্দা সাজেদ মিয়া অভিযোগ করেন, তার ক্রয়কৃত জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিবেশী মোঃ মাছুম মিয়া (৩০) ও তার পিতা আঃ খালেক (৫৫) তাকে এবং তার পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। সর্বশেষ ১৩ মে ২০২৫ বিকেল ৪টা ৩০ মিনিটে উক্ত জমিতে লাগানো সাইনবোর্ড খুলে নিয়ে যায় তারা।
এ বিষয়ে সাজেদের ভাগিনা রানা মিয়া (২৮) প্রতিবাদ জানাতে গেলে মাছুম ও খালেক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। অথচ ঘটনার প্রায় আড়াই মাস পার হলেও বেলাব থানা মামলাটি এন্ট্রি করেনি। বরং অভিযোগকারীকে আপসের জন্য চাপ দেয় ওসি।
ফাতেমা ইয়াছমিনের অভিযোগ – পরিবারের উপর হামলা
আরেকটি ঘটনায়, সদর উপজেলার বানিয়াছল এলাকার বাসিন্দা ফাতেমা ইয়াছমিন (৪৪) অভিযোগ করেন, তার মামাতো ভাই আক্তারুজ্জামান মধু, বিল্লাল, কুদ্দুছ, ইদ্রিছ মিয়া এবং ইদ্রিছের স্ত্রী আছিয়া বেগম, মোগা গ্রামের তাদের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন।
২৮ এপ্রিল ২০২৫ তারিখে ফাতেমা ও তার স্বজনেরা নানার বাড়িতে গেলে উক্ত বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। শাবলের আঘাতে ফাতেমার মাথায় চারটি সেলাই পড়ে। ফাতেমা অভিযোগ করেন, মামলার আবেদন করলেও বেলাব থানার ওসি একাধিকবার ঘুরাতে থাকেন এবং মামলা এন্ট্রি করতে ২৫ দিন সময় নেয়।
ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
বিভিন্ন সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ফাতেমা ইয়াসমিনের মামলার বিষয়ে অনুরোধ করলেও ওসি কর্ণপাত করেননি। সাংবাদিকদের হস্তক্ষেপেও প্রতিকার মেলেনি। এতে স্পষ্টই বুঝা যায়, ভুক্তভোগী টাকা দেয় নাই বলেই, আসামি পক্ষের কাছ থেকে টাকা নিয়ে থাকেন তিনি এবং মামলা নিতে গড়িমসি করতে থাকেন।
এদিকে নরসিংদী ছাত্র আন্দোলনের এক নেতা থানায় গিয়ে দেখেন, ওসি বলছেন—
> “সবাই যদি সুপারিশ করে, আমি চলবো কিভাবে? টাকা না দিলে থানা চলবে?”
স্থানীয়দের অভিযোগ, ওসি মাহবুবুর রহমান ঘুষ ছাড়া সাধারণ মানুষের মামলা নেয় না, অথচ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার তো দূরের কথা, উল্টো থানায় এনে মিষ্টি খাওয়ান।
প্রত্যাহারের দাবি উঠেছে
বেলাব থানায় আইনের শাসনের পরিবর্তে অনিয়ম, পক্ষপাত এবং দালালি প্রতিষ্ঠিত হয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষের। ফলে ওসি মীর মাহবুবুর রহমানকে দ্রুত প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
Leave a Reply