স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৪ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার এবং দুইজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এসআই মো. জামিরুল ইসলাম-এর নেতৃত্বে একটি টিম উত্তর সাটিরপাড়ার ডাক্তার ইব্রাহিমের বাড়ির সামনের অংশে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৫৪,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা নরসিংদী সদর এলাকার বাসিন্দা। ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল নোট কেন বহন করছিল—তা সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি। জাল নোট কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ঘটনার বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি ওসি মোঃ আবুল কায়েস আকন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.