
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসে দেশের উপজেলা ক্রীড়া সংস্থাগুলোতে ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের কথা ছিল। নির্দেশনায় বলা হয়, পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্য সচিব থাকবেন। বাকি পাঁচজন সদস্য হবেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি। তবে নির্দেশনা জারির প্রায় দেড় বছর পার হলেও নরসিংদীর বেলাবো উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি এখনো গঠিত হয়নি।
সম্পূর্ণ অরাজনৈতিক এই কমিটি গঠনে দীর্ঘ কালক্ষেপণ নিয়ে ক্রীড়ামোদী ও সংশ্লিষ্ট মহলে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মতে, ক্রীড়া উন্নয়ন ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর কমিটি থাকা জরুরি। অথচ কমিটি না থাকায় উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ডে স্থবিরতা দেখা যাচ্ছে, অনেক কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছে।
এদিকে প্রতিবছর উপজেলা ক্রীড়া সংস্থার জন্য বরাদ্দ আসে আনুমানিক ৭ থেকে ৯ লাখ টাকা, যা উপজেলা ভেদে কিছুটা কম-বেশি হয়। স্থানীয়দের প্রশ্ন, কমিটি না থাকলে এই বরাদ্দকৃত অর্থ কীভাবে এবং কোথায় ব্যয় হয়েছে বা হচ্ছে। তারা বিষয়টি স্বচ্ছভাবে ব্যাখ্যার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সদ্য এখানে যোগদান করেছেন এবং শিগগিরই কমিটি গঠন করা হবে। তবে দীর্ঘদিন কমিটি না থাকায় যে প্রশাসনিক ও ক্রীড়া কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
গত ৮ ডিসেম্বর বেলাবো উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন উম্মে হাফসা নাদিয়া। ক্রীড়া সংস্থার কমিটি গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে তার বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় ক্রীড়া সংগঠক ও সচেতন মহলের মতে, দ্রুত এডহক কমিটি গঠন করে ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করা জরুরি। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে জনমনে প্রশ্ন ও আস্থাহীনতা আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply