নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ডাকা নিলামে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় নিলামকারী ও আদালতের এক স্টাফ আহত হয়। মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শিবপুর থানা থেকে নরসিংদী ডিবির জব্দকৃত ভারতীয় শাড়ি ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৩২ হাজার ৪০০ টাকার নিলাম অনুষ্ঠিত হয়। ১৫ ডিসেম্বর (রবিবার ) বিকাল ৩:৩০ মিনিটে নরসিংদী জেলা জজ আদালতের নিচতলায় গ্যারেজে এই নিলাম অনুষ্ঠিত হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান নিলাম পরিচালনা করেন। নিলামে অংশগ্রহণ করে মোট ১৬ জন। ঢাকা থেকে আগত নিলামে অংশগ্রহণকারী মোঃ হাসান ১২ লক্ষ টাকা নিলাম ডাকেন। কিন্তু তারপর সর্বোচ্চ ১৩ লক্ষ টাকা ডাক দিয়ে নিলাম পায় দীপঙ্কর চন্দ্র সাহা। নিলামের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যখন ম্যাজিস্ট্রেট তার নিজ কক্ষের দিকে যাচ্ছিলেন, তখনই বাদে বিপত্তি। অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন ঢাকা থেকে আগত নিলাম ডাককারি মোঃ হাসান নামক ব্যক্তির উপর হামলা চালায়। তার মোবাইল ও টাকা ৭৩০০ হামলাকারীরা নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল পাওয়া গেলেও পাওয়া যায়নি টাকা।তাকে রক্ষা করতে আদালতের অফিস স্টাফ নৈশ প্রহরী মোঃ সোহেল মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং তার মোবাইল ভাঙচুর করা হয়।
এই ঘটনা দেখে ম্যাজিস্ট্রেট নিলাম বাতিল করেন। উক্ত ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ গোলাম হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।আহত মোঃ হাসান কে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তার সাথে ডিবির কি কথা হয় সে বিষয়ে কিছু জানা যায়নি।জনমণে প্রশ্ন নিলামের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কেন নিলাম বাতিল করা হল? আসামিদের গ্রেপ্তার করে এই রহস্য উন্মোচন করবেন পুলিশ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.