1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজ-দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ঘুষ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন! নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। নরসিংদীতে মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতির কঠোর হুঁশিয়ারি। নরসিংদীতে মসজিদের জমি দখল করে ঘর নির্মাণ, মুসল্লিদের ক্ষোভে উচ্ছেদ। রায়পুরার পরোয়ানাভুক্ত আসামী সাগর মিয়া গ্রেফতার। নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল। এখনো বহাল শিবপুরে ছাত্রলীগের বিতর্কিত সাব রেজিস্টার মাহবুব! অভিযোগের পাহাড়, তবুও নিরব প্রশাসন! নরসিংদীর মানুষের প্রশ্ন—খুনি ওসি তানভীর কোথায়? নরসিংদীতে অভিনব কায়দায় পিকআপের বিশেষ চেম্বারে ৪৫ কেজি গাঁজা উদ্ধার।

নরসিংদীতে ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতের পুলিশি তাণ্ডব: ঘুষচাওয়া ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নরসিংদী প্রতিনিধি,:

২০২৩ সালের ৩ ডিসেম্বর নরসিংদী সদরে বানিয়াছলে মাদক ও ডিস ব্যবসা নিয়ে প্রভাব বিস্তারের দ্বন্দ্বে নির্মমভাবে খুন হন আল-আমিন ওরফে চান্দু আল-আমিন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সুজন ভূঁইয়ার সম্পৃক্ততার কথা কেউ উল্লেখ করেননি।

অথচ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন ভূঁইয়া দাবি করেছেন—তৎকালীন নরসিংদী সদর আসনের এমপি হিরোর ‘নির্দেশে’ পরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

সুজনের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে নরসিংদী সদর থানার তৎকালীন এসআই আব্দুল গাফফার তার কাছে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু সুজন ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র আন্দোলনের সময়ে তাকে টার্গেট করে পুলিশের একটি দল মধ্যরাতে তার বাড়িতে হামলা চালায়। এর একদিন আগেই নরসিংদীতে জেলা কারাগার ছাত্ররা ভেঙে পুড়িয়ে দেয়। জুলাই আন্দোলনের সুজন সক্রিয়  ভূমিকা রেখেছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেদিন গভীর রাতে—প্রায় রাত ১২টার পরে—২০-২৫ জনের একটি পুলিশ বাহিনী সুজনের বাড়িতে ঢুকে গেটের গ্রিল কেটে প্রবেশ করে। ঘরের ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং তার স্ত্রীর সাথেও অশালীন আচরণ করে।

এ প্রসঙ্গে সুজনের স্ত্রী বলেন, “আমার স্বামী বাড়িতে না থাকায় পুলিশ ক্ষিপ্ত হয়ে ঘরের সবকিছু ভাঙচুর করেছে। এসআই আব্দুল গাফফারের নেতৃত্বেই পুরো অভিযানটি পরিচালিত হয়।”

ঘটনার ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, এসআই আব্দুল গাফফার বলেন, “আমি একদিন দিনের বেলা সুজনের স্ত্রীর সাথে কথা বলেছি, তবে রাতের ঘটনাটি আমি জানি না। মোবাইলে ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।”

স্থানীয়রা বলছেন, রাজনৈতিকভাবে একজন ছাত্রনেতাকে নিশ্চিহ্ন করতে এই হামলা ছিল পরিকল্পিত। সুজনকে ঐদিন পুলিশ পেলে মেরে ফেলতো বলেও ধারণা তাদের। অনেকেই বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ঘুষ দাবির মত ঘটনার বিরুদ্ধে যথাযথ তদন্ত হওয়া উচিত।

নরসিংদীর সচেতন নাগরিকমহল প্রশাসনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host