নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ১৬ ডিসেম্বর বিকেলে নরসিংদী শহরে সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন ভুইয়ার নেতৃত্বে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন ভুইয়া বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই আদর্শ ধারণ করেই জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে নরসিংদী সদর আসন-১ থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে বিজয়ী করতে ছাত্রদলসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “এই বিজয়ের মাসে তাদের আদর্শ ধারণ করেই আমাদের আন্দোলন-সংগ্রাম আরও জোরদার করতে হবে।”
বক্তব্য শেষে নেতাকর্মীরা মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.