
গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ তিন জনকে গ্রেফতার করার তথ্য পাওয়া গেছে।২ মে(বৃহস্পতিবার)বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এস আই (নি:)মোঃ আ: গাফফার।
জানা যায়,একটি গোপন সংবাদের ভিত্তিতে ১ মে (বুধবার) রাত ১১ টা৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন শালিধা হ্যালিপেড মাঠের ভিতরে কতিপয় ডাকাত দল দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এই সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/ আঃ গাফ্ফার পিপিএম-বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তিনজন ডাকাতকে গ্রেফতার করেন। এ সময় আরো ১২/১৩ জন ডাকাত পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামীরা হলেন, নরসিংদী সদরের কাজীরকান্দি গ্রামের রাসেল মিয়ার ছেলে এনামুল (২৫), চৌয়ালার কামরুল মিয়ার ছেলে মোঃ রিফাত মিয়া (২১), শালিধার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া (২৫), । ডাকাতির প্রস্তুতিকালে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড গুলি, একটি চাইনিজ চাপাতি, একটি দেশীয় তৈরী লোহার কুড়াল, একটি ষ্টীলের তৈরী ছুরা, একটি লোহার তৈরী দা, একটি লোহার তৈরী ছুরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পলাতক আসামীদের মধ্যে চারজনের নাম স্বীকার করে।তাদের স্বীকার কৃত পলাতক আসামিরা হলেন,নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়ার মৃত বাদল মিস্ত্রির ছেলে মোঃ তসলিম (৪১), কাউড়িয়া পাড়ার নাসির উদ্দিনের ছেলে তৌকির আহমেদ (২৬), সাটিরপাড়ার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৪), ঘোষপাড়ার কাজল মিয়ার ছেলে সাজিদ (২৬)। তাদের সহযোগী আরো অজ্ঞাতনামা পলাতক ৫/৬ আসামী আছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামি এনামুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।উল্লেখিত অন্য আসামিদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.