নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে তিনটার দিকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন শাষপুর (ইটাখোলা) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং স্টেশন অ্যান্ড কনভার্সন পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে সিএনজি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), পাভেল মিয়া (২৫), মোঃ জীবন মিয়া (২৪) ও মনোয়ারা বেগম (৩৫)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শ্রীনগর এলাকায় এবং মনোয়ারা বেগমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়ালগাঁও এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার উনিশে টাওয়ারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত এবং বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। এ ঘটনায় জব্দকৃত গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে শিবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ জানান, মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.