গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক গ্রাহককে জরিমানা সহ তিন শতাধিক অবৈধ ডাবল চুলার গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।
জানা যায়, আজ ১৩ জানুয়ারি (সোমবার ) আবিবি-নরসিংদীর তত্ত্বাবধানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ পারভেজ এর নেতৃত্বে ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময়
প্রায় ১২০০ ফুট ১" এবং ৩/৪" পাইপ উচ্ছেদ করা হয় যার সাথে ৩০০ জন অবৈধ গ্রাহকের ৩০০ টি ডাবল চুলা বিচ্ছিন্ন করা হয়। সাথে আনুমানিক প্রায় ২০০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। এবং একজন গ্রাহক কে ২০০০০(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য ইতি পূর্বে উল্লেখিত এলাকায় ০৪ (চার) বার মোবাইল কোর্টে পরিচালনা করা
হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন আবিবি নরসিংদীর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনুর রহমান , ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মাকসুদুর রহমান , প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেনসহ আবিবি নরসিংদী অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.