নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ২৮ সেপ্টেম্বর, রবিবার রাত্রে নরসিংদী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী মো: মেনহাজুল আলম, পিপিএম। পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
নরসিংদীবাসী যাতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেলক্ষ্যে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপসমূহে দিনরাত পুলিশ,অন্যান্য বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিরাজমান পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যদের নজরদারিও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকসহ অনেকেই উপস্থিত ছিলেন.।
Leave a Reply