
নরসিংদী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন সানস্টার সার্ভিসেস লিমিটেডের অফিস প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা যুবদলের সহ-সভাপতি ও সান স্টার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ রানা বলেন, এটা কোন রাজনৈতিক বিষয় নয়, একটি দোয়া মাহফিল, আমি ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শ লালন করি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর জন্য সবার কাছে দোয়া চাই। পাশাপাশি তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমরা যেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। নরসিংদীর -১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমার নেতা খায়রুল কবির খোকনের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন বিপুল ভোটে জয়লাভ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুইয়া, সহ-সভাপতি লোকমান হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক আমির হোসেনসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, ছাত্রনেতা হিরা, যুবদল নেতা ইমদাদুল হক মনির, কামরুল, আব্দুল বাসেদ, নাদিম হোসেন, মতিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ভেলানগর মাদ্রাসা ও এতিমখানার হুজুর এবং শতাধিক মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার হুজুরগণ।
অনুষ্ঠানের আয়োজন করেন সানস্টার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ রানা।
Leave a Reply