
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুঁড়ি গ্রামে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার( ১০ ফেব্রুয়ারি ) দুপুর ১:১০ মিনিটে সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় মোঃ দুলাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply