 
							
							 
                    
গুপ্তচর ডেস্ক :
নরসিংদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা যায়,ভোক্তা অধিকার নরসিংদী
আজ ০৮ সেপ্টেম্বর রোজ (মঙ্গলবার) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসক, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী জেলার সদর থানায় ২টি ডিমের আড়তে বাজার মনিটরিং করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
অভিযানের তথ্য:
১)সারোয়ার ডিমের আড়ৎএ অসঙ্গতি পাওয়া যায় ভাউচার বহি পরিক্ষা করে। ভাউচার বহি অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ২৫০০০টাকা জরিমানা করা হয়েছে।
২) একতা ডিমের আড়তে মূল্য তালিকা না থাকা, ভাউচার বহি না থাক এবং অধিক মূল্যে ডিম বিক্রয় করায় আইন অনুযায়ী ১০০০০০( ১লক্ষ) টাকা জরিমানা করা হয়।
Leave a Reply