নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে মসজিদের জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক উত্তাপ পত্রিকার সম্পাদক লিয়াকত হোসেনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বেলানগর জামে মসজিদের প্রায় ১০ শতাংশ জমির মধ্যে প্রায় দুই শতাংশ জায়গা দখল করে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করেন তিনি।
ঘর নির্মাণের ফলে মসজিদের চলমান নির্মাণ কাজ ব্যাহত হয় এবং মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মসজিদ কমিটি একাধিকবার লিয়াকত হোসেনকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি। এমনকি নরসিংদী জেলা প্রশাসক ও স্থানীয় মুসল্লিরা বারবার অনুরোধ করলেও তিনি কথিত ‘ক্ষমতার প্রভাব’ দেখিয়ে ঘর ভাঙতে অস্বীকৃতি জানান।
অবশেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উত্তেজিত মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে নিজেরাই অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা বলেন, ধর্মীয় স্থানের জমি দখলের মতো নিন্দনীয় কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
Leave a Reply