
মোঃ আলম মৃধা :
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ও আয়ুবপুর ইউনিয়ন এর জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ টাকাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ (১৪ ফেব্রুয়ারি) বুধবার উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ, গ্রেপ্তারকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করেন যৌথবাহিনীর।
গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লেঃ কর্ণেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলার কারারচর মদিনা জুট মিলস সংলগ্ন এলাকার মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা, জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম, শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা, আইয়ূব পুর ইউনিয়নের জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিন এর ছেলে আলমগীর, আওয়াল এর স্ত্রী শামসু নাহার, মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া, ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া।
অভিযানে উদ্ধারকৃত একটি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ) , তিনিটি পিস্তলের ম্যাগাজিন, ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫,৪০,১০০ টাকা, মোবাইল ১৭টি এরমধ্যে তেরটি স্মার্টফোন ও চারটি বাটন, দুইটি সাষমুরাই, ছয়টি ফেন্সিডিল, নয়টি বিদেশি মদের বোতল, দুইটি নকল পিস্তল, দুইটি রাম দা, একটি ল্যাপটপ।
আজ বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় এক সাংবাদ সম্মেলনে নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্- আল ফারুক সাংবাদিকদের কে জানান নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করে এবং অস্ত্র , নগদ অর্থ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি মামলা, মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এ সময় আরো বক্তব্য রাখেন, লেঃ কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার, অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া শিবপুর মডেল থানা। এসময় নরসিংদীর জেলার যৌথ বাহিনীর উদ্যোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply