গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে জেলা ছাত্রদলের হরতাল সমর্থনে মশাল মিছিল করার তথ্য পাওয়া গেছে।আজ 18 ডিসেম্বর রাত ৯ঃ৫০ মিনিটের দিকে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গাবতলি জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা হইতে সংগীতা মোড় (গাবতলি মাদরাসা রোড়) পর্যন্ত সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ০১ দফা ও কথিত অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী হরতাল সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা ছাত্রদলের (খায়রুল কবির খোকন গ্রুপ) মশাল মিছিল করেছে। উক্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া।উক্ত মশাল মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-জাহিদুল ইসলাম দুলন, নরসিংদী শহর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী। জিসান আদনান সানি, নরসিংদী শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। আজমল হোসেন রাব্বি, দপ্তর সম্পাদক নরসিংদী জেলা ছাত্রদল প্রমুখ।
মশাল মিছিলটি নরসিংদী শহরস্থ গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা হইতে আরম্ভ হয়ে সংগীতা মোড় (গাবতলি মাদরাসা রোড়) পর্যন্ত
এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.