গুপ্তচর প্রতিবেদক:
নরসিংদী জেলার জন্য এক আশীর্বাদের নাম পুলিশ সুপার (এসপি) মো:আব্দুল হান্নান। নরসিংদীতে দায়িত্ব পালন করা যে কোনো পুলিশ কর্মকর্তার জন্য চ্যালেঞ্জিং, কারণ এখানে প্রতিনিয়তই আইনশৃঙ্খলার অবনতি ঘটত। তবে ৩০ আগস্ট পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই বদলে যেতে শুরু করে পরিস্থিতি।
৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর নরসিংদীতে যখন নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল, পুলিশের মনোবল ছিল তলানিতে—তখন এসপি হান্নান দৃঢ় নেতৃত্ব দিয়ে এক নতুন যুগের সূচনা করেন। তিনি পুলিশের মনোবল ফিরিয়ে আনেন, অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেন এবং নরসিংদীকে সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে নিরলস পরিশ্রম করেন।
তার নেতৃত্বে নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে, অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি কখনো কারো কাছ থেকে ঘুষ গ্রহণ করেননি, বরং ঘুষখোরদের দূরে সরিয়ে রেখেছেন। তার এই সততা ও দায়িত্বশীলতার কারণে অপরাধীদের জন্য তিনি এক আতঙ্কে পরিণত হয়েছেন।
এমন সৎ ও দক্ষ কর্মকর্তার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গোপালগঞ্জের টুংগীপাড়ার সাবেক ওসি এস এম কামরুজ্জামানের ৯৬ কেজি গাঁজা বিক্রির প্রমাণ পেলে, তাকে ডিবির ওসি থেকে প্রত্যাহার করে নেয়। একজন সৎ নিষ্ঠাবান পুলিশ সুপারের দ্বারাই সেটা সম্ভব। শুধু তাই নয় ডিবির ওসি আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা নিয়ে গ্রেপ্তার না করে ছেড়ে দিত। নরসিংদী জজকোর্টের যেকোনো নিলামে অবৈধ হস্তক্ষেপ করত।কিন্তু সেই বিতর্কিত আওয়ামী দোসর কামরুজ্জামান কে অপসারণের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু জনগণের আস্থা এসপি হান্নানের প্রতি অটুট রয়েছে।
নরসিংদীর মানুষ আজ নির্ভয়ে পুলিশের সাহায্য নিতে পারে। আগে যেখানে পুলিশ সুপারের অফিস ছিল সাধারণ মানুষের কাছে দূরুহ, সেখানে এখন যেকোনো নাগরিক নির্দ্বিধায় তার সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে।
এসপি আব্দুল হান্নানের মতো সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ। তার নেতৃত্ব অব্যাহত থাকলে নরসিংদী আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে—এটাই সকলের প্রত্যাশা।
Leave a Reply