 
							
							 
                    
গুপ্তচর প্রতিবেদক :
নরসিংদী প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, প্রেস ক্লাবের সদস্যপদ প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা লঙ্ঘন করা হয়েছে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য যোগ্য সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে।
এক আবেদনে শফিকুল ইসলাম উল্লেখ করেন, ২০২৪ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত সাধারণ সভায় সাতজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হলেও যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সদস্যপদ প্রদান করা হয়নি। তার অভিযোগ, নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে প্রেস ক্লাবের বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করা হয়েছে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদনকারীদের কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকার কথা থাকলেও কয়েকজনের শিক্ষাগত যোগ্যতা তা পূরণ করেনি।
এছাড়াও, নরসিংদী প্রেস ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ অনুযায়ী, সভাপতির দায়িত্ব গঠনতন্ত্র সংরক্ষণ করা হলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো জবাব পাওয়া যায়নি। এমন অবস্থায় তিনি বর্তমান কমিটিকে অকার্যকর আখ্যা দিয়ে প্রেস ক্লাবের সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে একটি আবেদন পাঠানো হয়েছে। এতে নরসিংদী প্রেস ক্লাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিকদের মধ্যে এই বিতর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, বর্তমান কমিটি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনিয়ম করছে, অন্যদিকে কেউ বলছেন, এই অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।
নরসিংদীর গণমাধ্যমকর্মীরা এখন অপেক্ষায় আছেন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের জন্য। প্রেস ক্লাবের ভবিষ্যৎ কি নতুন কমিটির মাধ্যমে সংস্কারের পথে হাঁটবে, নাকি বর্তমান নেতৃত্বই বহাল থাকবে—তা সময়ই বলে দেবে।
Leave a Reply