গুপ্তচর প্রতিবেদক :
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নরসিংদী প্রেসক্লাবে ঘটে গেল অভূতপূর্ব ঘটনা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর জেলা প্রতিনিধি মোবারক হোসেনকে সাংবাদিকরা ক্লাব থেকে বের করে দেন। এ সময় তাকে গণধোলাই দেওয়া হয় এবং পরে সাংবাদিকরা প্রেসক্লাবের দরজায় তালা ঝুলিয়ে দেন। মুহূর্তেই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম (দৈনিক সমকাল প্রতিনিধি) এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছিলেন। নিয়মবহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্ত করা, যোগ্য সাংবাদিকদের বঞ্চিত করা, ভিন্নমত দমন করতে ক্লাব থেকে বহিষ্কার—এসব কর্মকাণ্ডে অসন্তোষ বাড়ছিল। অভিযোগ রয়েছে, তারা প্রেসক্লাবকে স্বজনপ্রীতি ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
অতিষ্ঠ হয়ে সাংবাদিকরা এদিন সরাসরি প্রেসক্লাবে প্রবেশ করে সেক্রেটারিকে ধাক্কা দিয়ে বের করে দেন। ঘটনার পর পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয় এবং দুই পক্ষকেই প্রেসক্লাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান দুই পক্ষের সাংবাদিকদের নিয়ে ডিসি অফিসে মিটিংয়ে বসে জানান, ২৫ আগস্টের পর উভয় পক্ষকে নিয়ে পুনরায় আলোচনায় বসে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তবে প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং একুশে টিভির জেলা প্রতিনিধি মাখন দাসকে প্রেসক্লাব ক্লাবে ঢোকার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। মাখন দাসের নেতৃত্বে প্রেসক্লাবে শেখ মুজিবরের মুরাল তৈরি করা হয়েছিল।সচেতন মহলের আশঙ্কা, প্রকৃত সাংবাদিকদের অবমূল্যায়ন ও অবহেলা চলতে থাকলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
Leave a Reply