গুপ্তচর ডেস্ক
নরসিংদী শহরের বিভিন্ন স্থানে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শহরের প্রধান সড়ক, বাজার, আবাসিক এলাকা—কোনো জায়গাই এই আবর্জনার হাত থেকে মুক্ত নয়।
নগরবাসীর অভিযোগ, শহরে একটি মাত্র ময়লার ভাগাড় থাকলেও সেটি যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না। রাস্তার পাশে অবস্থিত এই ভাগাড় থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্গন্ধ ও ময়লা-আবর্জনার কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয়রা জানান, পৌর কর্তৃপক্ষ নিয়মিত ময়লা অপসারণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই। বরং ময়লা ব্যবস্থাপনার অভাবের কারণে শহরের পরিবেশ দিন দিন আরও নোংরা হয়ে যাচ্ছে।
নরসিংদী পৌরসভার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে লোকবল ও উপকরণের সংকটের কারণে নিয়মিত ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না।"
নগর পরিকল্পনাবিদদের মতে, একটি শহরের সুস্থ পরিবেশ বজায় রাখতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নতুবা নরসিংদীর জনস্বাস্থ্য আরও বড় সংকটে পড়তে পারে।
নরসিংদীর বাসিন্দারা দ্রুত সমস্যাটির সমাধান চেয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। শহরের পরিবেশ রক্ষায় ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.