নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলার সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল ও যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগরের নেতৃত্বে আয়োজিত আন্তঃচর সিক্সে-সাইড ক্রিকেট টুর্নামেন্টে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ককে উদ্বোধক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির প্রতিষ্ঠানের সৌজন্যে টুর্নামেন্ট আয়োজন করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বিএনপি এবং দলীয় তৃণমূল নেতাকর্মীরা।
শনিবার ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার করিমপুর ইউনিয়নে আন্তঃচর সিক্সে-সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করা হয়। কাবিল মাহমুদের সঞ্চালনায় উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর।
উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন নজরপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক সাদেক মোক্তার এবং স্পন্সর প্রতিষ্ঠান মোক্তার ডেন্টালের মালিক রাসেল মোক্তার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
এই ঘটনাকে ঘিরে করিমপুর ইউনিয়নসহ জেলার প্রথম সারির বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ খবর প্রচারের পর কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—“বিএনপির আহ্বায়ক কত টাকার বিনিময়ে এই আয়োজন করলেন?”
স্থানীয় বিএনপি সমর্থকরা মনে করছেন, আওয়ামী লীগের নেতার প্রতিষ্ঠানের সৌজন্যে এবং ছাত্রলীগ নেতার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করানো বিএনপির রাজনৈতিক অবস্থানকে দুর্বল করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে বিএনপি আওয়ামী লীগের মতোই জনআস্থা হারাবে।”
জেলার কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের আয়োজন মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.