
স্টাফ রিপোর্টার :
নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগহাটা পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার ও ডাকাতির মতো অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে স্থানীয়রা চরমভাবে অতিষ্ঠ। এলাকাবাসীর দাবি—এই পরিস্থিতির নেপথ্যে রয়েছেন স্থানীয়ভাবে প্রভাবশালী এক ব্যক্তি, যাকে ঘিরে বহুদিন ধরে নানা অভিযোগ উঠছে। আওয়ামী লীগের ছত্রছায়া থেকে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার করেছিল। সেই আতঙ্কের নাম সৈয়দ গাজী।
অভিযোগকারীরা জানান, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও ওই ব্যক্তির এলাকায় প্রভাব এখনো অটুট। নতুনভাবে রাজনৈতিক পরিচয় পাল্টে বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি অনুযায়ী, তার নামে অতীতে ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলাও রয়েছে। এরমধ্যে গাজীপুরে ডাকাতি মামলা নরসিংদীতে চুরি, ছিনতাই, অপহরণ মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন করে তাকে আইনের আওতায় আনার দাবি তোলে। কিন্তু আশ্চর্য বিষয় মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপির স্থানীয় নেতারা তাকে বিএনপির কর্মী বানিয়ে নিচ্ছে। চেষ্টা করা হচ্ছে ডাকাতি মামলা থেকে অব্যহতি দেওয়ার।
স্থানীয়দের প্রশ্ন—বহু অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি প্রকাশ্যে এলাকায় প্রভাব বজায় রেখে চলাচল করেন? তাদের মতে, প্রশাসনে বিভিন্ন মহলের নীরবতা ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই তাকে আরও বেপরোয়া করে তুলেছে।
এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও অভিযোগগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। তাদের বক্তব্য—আইনের কঠোর প্রয়োগই পারে দীর্ঘদিনের ভয়-আতঙ্ক থেকে মুক্তি দিতে।
Leave a Reply