গুপ্তচর ডেস্ক:
নরসিংদী সদর হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসেন হাজার হাজার মানুষ।টিকেট কাটতে ,ওষুধ নিতে,পরীক্ষা করতেএবং ডাক্তার দেখাতে সব জায়গায়ই থাকে মানুষের উপচে পড়া ভীর।
শুধু যে এসব কাজে আসেন মানুষ তাই নয়,পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এখানে আসেন কিছু মহিলা ছিনতাইকারি।ভীরের মধ্যে ধাক্কাধাক্কি করে তারা হাতিয়ে নেন ,মানুষের টাকা পয়সা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন।প্রায়ই এ ধরনের কথা শোনা যায়।
এবার রোগীর স্বজনরা হাতেনাতে ধরল দুই মহিলা ছিনতাইকারীকে।তাদের ধরে পুলিশে খবর দিলে,পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.