
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আজ কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি’র যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। আজ ১৫ নভেম্বর (শুক্রবার ) নরসিংদী গাবতলী জামেয়া কাসেমিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ধর্মই হচ্ছে পালিয়ে যাওয়া। ১৯৭১ সালে জাতিকে বিপদের মুখে ফেলে শেখ মুজিবুর পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে নয় মাস যুদ্ধ করে স্বাধীন করে। আজ শেখ মুজিবের মেয়ে জীবন বাঁচাতে ভারতে পালিয়েছে। সব সময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, ঘরের ভিতর কর্মীদের নিয়ে বসলেও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষররা বাধা সৃষ্টি করত। মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর আটকে রেখেছিল। বাংলাদেশে মিথ্যা ও গায়েবী ৪ লাখ মামলা দিয়ে ৬০ লাখ নেতাকর্মীকে হয়রানি করেছে বিগত আওয়ামী সরকার। বর্তমান এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তাই তাদের বিতর্কিত কর্মকাণ্ড পরিহার করে জনগণের কল্যানে কাজ করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের জন্য প্রধান কাজ। নরসিংদী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জন শহীদ হয়েছে ৪০০ এর উপর আহত। তাদের পরিবারের সবসময় খোঁজ-খবর নিয়ে সহযোগিতা করতে হবে এবং সমবেদনা জানাতে হবে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহা চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ, সহ-সভাপতি হাসিব হায়দার সোহরাব,শহর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আব্দুর রউফ ফকির রনি , নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মুন্না, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সেক্রেটারি মেহেদী হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply