গুপ্তচর ডেস্ক:
শত বছরের ঐতিহ্যবাহী বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট।দেশীয় কাপড়ের সর্ববৃহৎ পাইকারি বাজার এটি।গতকাল রাত ১১ঃ০০ টার দিকে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,পরে আরো পাঁচটি ইউনিট এখানে কাজ করে।দীর্ঘ সাড়ে চার ঘন্টা চলে এখানে আগুন নেভানোর অক্লান্ত পরিশ্রম।অবশেষে রাত ৩ঃ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কিন্তু ততক্ষণে যা হবার তাই হয়েছে।প্রায় ৭০ থেকে ৮০ টি দোকান আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এর সাথে শত শত ব্যবসায়ীদের স্বপ্নও পুড়ে ছাই হয়েছে।নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা।তাদের দীর্ঘশ্বাসে ভারি হচ্ছে আকাশ- বাতাস।আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় শত কোটি টাকা।
প্রায়ই এখানে ঘটে অগ্নিকাণ্ড।এগুলি কি শুধুই দুর্ঘটনা?নাকি তার পিছনে লুকিয়ে আছে অন্য কোন ষড়যন্ত্র!সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়।
তা না হলে এভাবেই কিছুদিন পর পর আগুন জ্বলে স্বপ্নভঙ্গ হবে ব্যবসায়ীদের।আর এখানে ব্যবসা করতেও নিরুউৎসাহী হবেন ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.