নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবো উপজেলায় বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিয়া সুলতানা স্বপ্নার নেতৃত্বে গড়ে উঠেছে এক অদৃশ্য ‘ছায়া-সরকার’, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় জুয়া, মাদক ও সহিংসতা চলছে অবাধে।
বিগত আওয়ামী লীগ আমলে তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মাজীদ মাহমুদ হুমায়ুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বপ্না ও তার পুত্র সালমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সালমান রাতের বেলায় নিয়মিত জুয়ার আসর বসান, যেখানে চলে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ।
ডিবির ওপর হামলার অভিযোগেও ধরাছোঁয়ার বাইরে সালমান!
সূত্র মতে, গত ২৪ মে গোয়েন্দা পুলিশের একটি টিম বেলাবতে মাদকবিরোধী অভিযানে গেলে সালমানের নেতৃত্বে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ হামলায় গোয়েন্দা পুলিশের ছয় সদস্য আহত হন। অভিযোগ রয়েছে, হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়। কিন্তু স্থানীয় প্রশাসন সালমানের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
ওসি মাহবুবুর রহমানের ভূমিকা প্রশ্নবিদ্ধ
জানা গেছে, বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর যোগদান করেন। আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় এবং দলীয় পক্ষপাতিত্বের কারণে শুরু থেকেই তার কর্মকাণ্ড এলাকাবাসীর কাছে বিতর্কিত। মাদক, জুয়া, জমি দখল, হত্যা — কোনো কিছুতেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। বরং তাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে, যা একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জন্য শোভন নয়। শুধু তাই নয়, আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় একাধিক এজাহার ভুক্ত, একাধিক আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বীর দর্পে। কত টাকার বিনিময়ে তাদের গ্রেফতার করছে না ওসি তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন! সারা বাংলাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পলাতক থাকলেও বেলাবতে তারা আছে বুক ফুলিয়ে।
ছাত্রদলের নাম, আওয়ামী পরিচয়?
নিজেকে কখনও ছাত্রদলের কর্মী দাবি করলেও গোপন গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাহবুব ছাত্রলীগের প্রোডাক্ট। তার পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পদে আসীন। এই দ্বৈত পরিচয় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা
১২ জুন, বেলাবো মাটিয়াল পাড়া ও চরবেলাব এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটে সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ২৬ বছর বয়সী যুবক সাইফুল, পিতা জীবন মিয়া। এলাকাবাসী দাবি করে, পুলিশ অপ্রয়োজনে গুলি চালিয়েছে।
তাছাড়া, বিএনপি নেতা শাহ আলম বিপ্লব ও মনির হোসেনের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বেলাবো উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম শাহের বিরুদ্ধে। মাসুম শাহ তার পিতার নামে একটি ভুয়া মাজার বানিয়ে সেখানে নিয়মিত "গোপন বৈঠক" চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
প্রত্যাহারের দাবি ও গোয়েন্দা রিপোর্ট
বেলাবোবাসী ইতিমধ্যে বিভিন্ন মহলে ওসি মাহবুবের প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে। একাধিক গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী নির্বাচনের পূর্বেই তাকে সরিয়ে নেওয়া হবে।
এসব বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠিয়ে ওসি মাহবুবের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
বেলাবো এখন এক অঘোষিত রাজনৈতিক ও অপরাধী জোটের নিয়ন্ত্রণে। জননিরাপত্তা, আইনের শাসন, এবং নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার জন্য বেলাবোর জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। প্রশ্ন হচ্ছে, প্রশাসন ও সরকার কবে এই অঞ্চলের দুর্নীতির চিত্র দেখতে পাবে?
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.